অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্রেটিক দলের ১০ প্রেসিডেন্ট প্রার্থীর সরাসরি টিভি বিতর্ক


আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে চান যে ২২ জন তাদের মধ্যে ১০ জন সরাসরি টিভি বিতর্কে অংশ নিলেন।

আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে চান যে ২২ জন তাদের মধ্যে ১০ জন সরাসরি টিভি বিতর্কে অংশ নিলেন।

প্রেসিডেন্ট হিসাবে ডনাল্ড ট্রাম্প যেনো দ্বিতীয়বার নির্বাচিত হতে না পারে সেই লক্ষ্যে সবাই কে কি করতে চান কিভাবে করতে চান তা তুলে ধরেন সরাসরি ঐ বিতর্কে প্রার্থীরা।

অংশ নেন ম্যাসাচুসেটস সেনেটর এলিজাবেথ ওয়ারেন, নিউ জার্সি সেনেটর কোরি বুকার, টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান বেটো ওরোরকে, নিউ ইয়র্ক সিটি নেত্র বিল ডে ব্লাসিও, টিম রায়ান, হুলিয়ান ক্যাস্ট্রো, এ্যামি ক্লোবুচার ও তুলসী গ্যাব্বার্ড। মায়ামীর এনবিসিতে বিতর্ক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার যে ১০ ডেমেক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে তারা হলেন জো বাইডেন, বার্নি স্যান্ডার্স, কামালা হ্যারিস, মেয়র পিটে বুটিগেগ ও আরো ছয় জন।

XS
SM
MD
LG