অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ১১০ কোটি মানুষের দারিদ্র বিমোচনের লক্ষ্য অর্জন থেকে অনেক দূরে


বিশ্ব খাদ্য কর্মসূচীর মতে, ভারতের ১১০ কোটি মানুষের দারিদ্র বিমোচনে চালানো প্রয়াসের লক্ষ্য অর্জন থেকে অনেক দূরে রয়েছে ভারত। ভারতে পরিসংখ্যান মন্ত্রনালয়ও এই বক্তব্য সমর্থণ করেছে।

বিশ্ব খাদ্য সংস্থার মুখপাত্র হার্ভে ভারহুসেল বলেন ভারত এখনো ক্ষূধা দূর করার লক্ষ্যমাত্রা থেকে বহু দূরে রয়েছে।

“ভারতের খাদ্য নিরাপত্তা অপুষ্টির হার বৃদ্ধিতে বেশ ইতিবাচক লক্ষণ দেখা গেলেও তা লক্ষ্যমাত্রা পূরনের গ্রহণযোগ্য হারের চেয়ে অনেক নীচে। নারী ও শিশুদের অবস্থা বেশ খারাপ। ভিটামিন এ, আইরণ ও আয়োডিনের অভাব ভারতের নারী ও শিশুদের মাঝে এখনো লক্ষণীয় মাত্রায়”।

রিপোর্ট বলা হয় ভারতে ১৮.১ শতাংশ শিশু বিকাশ বাধাগ্রস্থ এবং ওজোন কম। এর মূল কারণ আপুস্টি এবং নানা ধরনের রোগের আক্রমণ।

XS
SM
MD
LG