যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে বৈঠকের পর বলছেন যে তিনি বাড়তি শুল্ক আরোপ স্থগিত রাখছেন। এই বৈঠকের ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে থমকে থাকা বানিজ্য বিষয়ক আলোচনা আবারও শুরু হতে যাচ্ছে। সদ্য সমাপ্ত জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একাধিক নেতাদের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষত চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক নিয়ে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ: