অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের জম্মুতে বাস খাদে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৩৩


উত্তর ভারতের জম্মুতে বাস খাদে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৩৩। আহত ২২। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। সোমবার ভারতীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ জম্মুর কিশতওয়ার জেলার সিরগরিতে দুর্ঘটনাটি ঘটে।

উত্তর ভারতের জম্মুতে বাস খাদে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৩৩। আহত ২২। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। সোমবার ভারতীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ জম্মুর কিশতওয়ার জেলার সিরগরিতে দুর্ঘটনাটি ঘটে।

কেশওয়ান থেকে কিশতওয়ারে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। সিরগরিতে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। জম্মুর পুলিস ইনস্পেক্টর এম কে সিনহা জানান, সর্বশেষ খবর অনুযায়ী এ ২০ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় শোকবার্তা জানিয়ে টুইট করেছেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদ্দুলা।

পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা জানান, কাশিতওয়ারে মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত। মৃতদের পরিবারে প্রতি সান্ত্বনা জানাচ্ছি। ওমর আবদ্দুলাও টুইটে জানান, ভয়ঙ্কর বাস দুর্ঘটনা কাশিতওয়ারে। মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ ও আহতদের দ্রুত আরোগ্যের কামনা জানাচ্ছি। উল্লেখ করা যেতে পারে, ডোডা, কিশতওয়ার, রাজৌরি এবং পুঞ্চ জেলায় বেপরোয়া গাড়ি চালিয়ে সাম্প্রতিকালে এমন দুর্ঘটনার নজির রয়েছে। গত ২৭ জুন রাজৌরি-পুঞ্জ জেলার মুঘল রোডে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জন পড়ুয়ার।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00


XS
SM
MD
LG