অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণার প্রতিবাদ


বাংলাদেশ সরকার সোমবার থেকে সকল পর্যায়ের গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর যে ঘোষণা দিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল।

বাংলাদেশ সরকার সোমবার থেকে সকল পর্যায়ের গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর যে ঘোষণা দিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল।

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সোমবার ঢাকায় গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে। বলেছে সরকার এই গনবিরোধি সিদ্ধান্ত নিয়েছে গ্যাস আমদানি কারকদরে পকেট ভারী করার তদ্দেশ্যে। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট ৭ই জুলাই আধা বেলার জন্য সারা দেশে হরতাল ডেকেছে। ঘরের গৃহিণী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ গ্যাসের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বলেন এর ফলে শিশুদের শিক্ষা থেকে সকল ক্ষেত্রে এর প্রভাব পড়বে।

ভোক্তা সাধারণের অধিকার রক্ষায় নিয়জিত কঞ্জিউমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলাম বলেছেন গ্যাসের এই দাম বৃদ্ধি দেশে একটি অন্যয্য পরিস্থিতির সৃষ্টি করবে।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00


XS
SM
MD
LG