ইরানকে পারমানবিক অস্ত্র তৈরীর ব্যাপারে সংযত করতে সম্পাদিত দু’হাজার পনেরোর আন্তর্জাতিক রফায় সাক্ষরকারি বাদবাকি পক্ষগুলোর সক্কলেই ইরান যে স্বল্প পরিশোধিত য়ুরেনিয়াম মজুদের কতোখানি মাত্রা অতিক্রম ক’রে থাকতে পারে তা নিয়ে উদ্বেগ ব্যক্ত ক’রছে।
বৃটেন, ফ্রান্স, জার্মানী এবং য়ুরোপিয় য়ুনিয়ন যৌথ এক বিবৃতিতে ব’লেছে- পারমানবিক রফা নিয়ে তাদের দায়বদ্ধতা যে ইরানের ওটি পুরোদস্তুর মান্য করার ওপরই নির্ভরশীল সেটা বরাবরই পরিস্কার জানান দেওয়া হয়েছে এবং ঐ চূক্তি বিঘ্নিত হ’তে পারে তেমন কিছু করা হ’তে ইরানকে বিরত রইতে বলা হ’য়েছে।
উল্লেখিত তিন দেশ এবং য়ুরোপিয় য়ুনিয়ন ব’লছে –ইরান, তারা যে য়ুরেনিয়াম মজুদ তিন দশমিক ছয় সাত শতাংশ অনূশীলনে, মজুদের মাত্রা তিন শ’ কিলোগ্রামের ওপরে নিয়ে গিয়েছে ব’লে জানিয়েছে সোমবারে সে ব্যাপারে এখন তারা পরবর্তী পদক্ষেপের কথা নিয়ে চিন্তাভাবনা ক’রছে- জরূরী ভিত্তিতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ যারিফ যুক্তি দিচ্ছেন যে মজুদ মাত্রা অতিক্রমে যৌথ সার্বিক পরিকল্পনা কর্মসূচী লংঘিত হয়নি – কেননা, রফায় একটা বিধান রয়েছে যাতে বলা হয়- এক পক্ষ রফা পরিত্যাগ ক’রলে অপর পক্ষ তার প্রতুত্তর দিতে পারে।
তিনি আজ মঙ্গলবার ব’লেছেন – বৃটেন, ফ্রান্স, জার্মানী এবং য়ুরোপিয় য়ুনিয়ন যদি অর্থনৈতিক দায়বদ্ধতা পূরণে তাদের তরফে, চূক্তিমতো শর্ত রক্ষা করে তো, ইরানও তার পক্ষ থেকে তা রক্ষা ক’রবে।
যুক্তরাষ্ট্র গত বছর থেকে শুরু ক’রে ইরানের তেল শিল্পকে লক্ষ করাসহ বেশ কিছু নতুন দফার বিধিনিধেষ আরোপ ক’রলে পর ইরান এ ব্যাপারে য়ুরোপের তরফের সমর্থন প্রত্যাশা ক’রেছিলো ।