অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পকে আদক্ষ ত্রুটিযুক্ত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত


বৃটিশ খবরের কাগজ দা মেইলের খবর অনুযায়ি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আদক্ষ ও ত্রুটিযুক্ত বলে মন্তব্য করেছেন।

বৃটিশ খবরের কাগজ দা মেইলের খবর অনুযায়ি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আদক্ষ ও ত্রুটিযুক্ত বলে মন্তব্য করেছেন।

রাষ্ট্রদূত কিম ড্যারোক এর ফাঁস হওয়া এক কুটনৈতিক মেমো উদ্ধৃত করে দা মেইল এই খবর ছেপেছে বলা জানা গেছে। খবরে বলা হয় ড্যারোক ট্রাম্পকে অনিরাপদ ও অযোগ্য বলে বর্ননা করেছেন।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি না এই প্রশাসন স্বাভাবিক কাজকর্ম করবে”।

তিনি বৃটিশ কর্মকর্তাদেরকে সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্প যে দ্বিতীয়বার নির্বাচিত হবে না তেমন নয়। যথেষ্ট সম্ভাবনা রয়েছে তার আরো ৪ বছরের জন্যে হোয়াইট হাউজে থাকবার।

দা মেইল বলেছে, ড্যারোক বলেন, ট্রাম্প এমন হতে পারে যে দা টার্মিনেটর ছবির শেষ দৃশ্যে আর্নল্ড শোয়ার্জনেগার যেভাবে বেরিয়ে এসেছিলেন, তার মতো ট্রাম্প আগুন থেকে বেরিয়ে আসতে পারেন।

XS
SM
MD
LG