অ্যাকসেসিবিলিটি লিংক

মোদী সরকারের চিন্তা বাড়াতে শুরু করেছে গোরক্ষকরা


দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসেছেন নরেন্দ্র মোদি৷ সবে পেশ হয়েছে সরকারের প্রথম বাজেট৷ নানা প্রতিকুল পরিবেশের মধ্যে সরকারের চিন্তা বাড়াতে শুরু করেছে গোরক্ষকরা৷

দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসেছেন নরেন্দ্র মোদি৷ সবে পেশ হয়েছে সরকারের প্রথম বাজেট৷ নানা প্রতিকুল পরিবেশের মধ্যে সরকারের চিন্তা বাড়াতে শুরু করেছে গোরক্ষকরা৷

‘সবকা সাথ, সবকা বিশ্বাস’-এর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু চিন্তা বাড়াতে শুরু করেছে গোরক্ষকরা৷ ২০১৪ সালের পর গেরুয়া শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, এবারও সেই একই অভিযোগ মাথাচাড়া দিতে শুরু করেছে৷

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন যুবককে গরু পাচারের অভিযোগে বেঁধে মারধর করা হচ্ছে। শুধু তাই নয়, ওই যুবকদের কান ধরে ওঠবোস করাচ্ছে গোরক্ষকরা। পাশপাশি তাঁদের জোর করে ‘গোমাতা কি জয়’ স্লোগানও বলানো হয়। গতকাল ৭ জুলাই ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায়। জানা গিয়েছে, ২১টি ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছিল প্রায় ২৫ জনের একটি দল। তখনই তাদের পাকড়াও করে গোরক্ষকরা। চলে প্রচন্ড মার। ট্রাকগুলি ও চালকদের স্থানীয় থানায় নিয়ে যায় গ্রামবাসীরা।

এদিকে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে শুরু হয়েছে বিতর্ক। খান্ডওয়া জেলার পুলিশ সুপার শিবদয়াল সিং জানিয়েছেন, অবৈধভাবে গরুগুলিকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছিল। আক্রান্ত ব্যবসায়ীদের কাছে বৈধ নথি নেই। ফলে তাদের বিরুদ্ধে গরু পাচারের মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তিনি আরও জানান, মারধরের অভিযোগে স্থানীয় বেশকিছু লোকের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:18 0:00

XS
SM
MD
LG