অ্যাকসেসিবিলিটি লিংক

শারীরিক সঙ্কটে এরশাদ


Ershad
Ershad

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এরশাদের ভাই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের এক সংবাদ সম্মেলনে বলেছেন, এরশাদের অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে না। যন্ত্রের মাধ্যমে তার শরীর সম্পর্কীয় প্রক্রিয়া সচল রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিদেশে নিয়ে যাওয়ার জন্য অনুপযুক্ত। শ্বাসকষ্টজনিত সমস্যায় গত ২২শে জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় ৯১ বছর বয়স্ক বাংলাদেশের সাবেক এই সেনা শাসককে। শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় তার মৃত্যুর খবর রটে সোশ্যাল মিডিয়ায়। এটা ছিল নিছক গুজব। জিএম কাদের একাধিকবার বলেছেন, এরশাদ আশঙ্কামুক্ত নন। তবে তার মারা যাওয়ার খবর সঠিক নয়। চিকিৎসকরা জানান, এরশাদের রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা রয়েছে। অস্থিমজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারছে না। শুধু তাই নয়, ফুসফুসে সংক্রমন এবং যকৃত ও কিডনির সমস্যাও রয়েছে। জিএম কাদের এই প্রতিনিধিকে বলেন, এরশাদের অবস্থা অপরিবর্তিত, আশঙ্কাজনক।
এরশাদ বেশ কিছুদিন থেকে অসুস্থ। গত ডিসেম্বরের নির্বাচনের আগে অসুস্থ হয়ে পড়লে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG