ঘন্টায় ৭৫ কালোমিটার বেগে লুইজিয়ানার পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে গ্রীষ্মকালীন ঝড় ব্যারি। জাতীয় হ্যারিকেন সেন্টার বলেছে ব্যারির প্রাথমিক হুমকী হচ্ছে প্রবল বৃষ্টিপাত ও বন্যার আশংকা।
লুইজিয়ানার দক্ষিন ও মধ্যাঞ্চলে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৫০ সেন্টিমিটারও হতে পারে বলে আশংকা।
মিসিসিপি ভ্যালির নিম্নাঞ্চলে ১০ থেকে ২০ এবং কোথাও কোথাও ৩০ সেন্টিমিটার বৃষ্টি হবে।