ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের দক্ষিনাঞ্চলীয় সীমান্তদেশে আশ্রয়প্রার্থী অধিকাংশ অভিবাসীকেই আটকানোর উদ্যোগ নিচ্ছে এবং এতে ক’রে মধ্য এ্যামেরিকা থেকে মেক্সিকোর ভেতর দিয়ে আসেন যাঁরা মূলত: সেই তাঁদেরই পথরোধ হবে।
এই যে প্রশাষনের পদক্ষেপ যা কিনা বিচার দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোমল্যান্ড সিকিউরিটীর তরফে ঘোষনা করা হয়েছে এতে সেই তাঁরা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার জন্যে আবেদন ক’রতে পারবেন না যাঁরা যুক্তরাষ্ট্রে পৌঁছুনোর আগেই ভুমিভাগ ধ’রে আরেক দেশের ভেতর দিয়ে এসে পৌচুচ্ছেন - যে দেশে যুক্তরাষ্ট্রে পৌঁছুনোর আগে আশ্রয় পাওয়া যেতো। ৫৮ পৃষ্ঠার কেন্দ্রীয় সরকারের জারি করা ঐ নির্দেশনামা সোমবার জন সমক্ষে প্রকাশ করা হয়।
আইনমন্ত্রী এ্যাটর্ণী জেনারেল উইলিয়াম বার উল্লেখ ক’রেছেন – যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে এই যে বহিরাগতদের নাটকীয় হারে সংখ্যাবৃদ্ধি এর ভেতর থেকে অল্প সংখ্যকই আশ্রয়প্রার্থী রুপে মনোনীত হওয়ার যোগ্য ব’লে বিবেচিত হবেন। মঙ্গলবার থেকে এ আইন কার্যকর ব’লে গন্য হবে এবং এর বিরুদ্ধে ত্বরিৎ আইনী চ্যালেঞ্জ খাড়া হবে ব’লেও ধারণা করা হ’চ্ছে।