উত্তর পশ্চিম পাকিস্তানে বন্দুক হামলা ও আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
ডেরা ইসমাইল খান নামক শহরের পুলিশ প্রধান সালীম রেজা বলেন ৪ জন বন্দুকধারী মোটর সাইকেলে এসে এক নিরাপত্তা চৌকী লক্ষ করে গুলী ছোড়ে এবং দুই পুলিশ নিহত হন। বেশ কয়েকজন আহত হন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।
পরে এক বোরকা পরিহিত হামলাকারী ওই হাসপাতালেই কিছুক্ষন পর হামলা করে। পাকিস্তান তালেবান ঐ হামলার দায় স্বিকার করে।