অ্যাকসেসিবিলিটি লিংক

বিচারার্থে প্রত্যার্পন বিলের প্রতিবাদে হংকং এ চলছে বিক্ষোভ


এক্সট্রাডিশন বা বিচারার্থে প্রত্যার্পন বিলের প্রতিবাদে হংকং এ চলমান প্রতিবাদ বিক্ষোভের একটি দিন অতিবাহিত হলো রবিবার নানা আয়োজনের মধ্যে দিয়ে।

এক্সট্রাডিশন বা বিচারার্থে প্রত্যার্পন বিলের প্রতিবাদে হংকং এ চলমান প্রতিবাদ বিক্ষোভের একটি দিন অতিবাহিত হলো রবিবার নানা আয়োজনের মধ্যে দিয়ে।

কালো পোষাকে সজ্জিত হয়ে বিক্ষোভকারীরা ‘Independent Inquiry for Rule of Law’ আইনের শাষনের জন্য স্বাধীন তদন্ত লেখা বিশাল ব্যানার বহন করে মিছিল করেন।

গত দুই মাস ধরে হাজার হাজার হংকংবাসী ওই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছেন।

XS
SM
MD
LG