অ্যাকসেসিবিলিটি লিংক

প্রিয়া সাহার ট্রাম্পকে দেয়া নালিশ প্রসঙ্গে যা বললেন দেশের তরুণ সমাজ


এই মূহুর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত নাম প্রিয় বালা সাহা বা প্রিয়া সাহা। যে নামটি কারো কাছে লজ্জার আবার কারো কাছে প্রতিবাদের। কেউ মনে করছেন, গত বুধবার ওয়াশিংটনের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে সাম্প্রদায়িক সম্প্রিতির বাংলাদেশকে বিশ্ববাসীর সামনে লজ্জায় ফলে দিয়েছে। আবার কেউ মনে করছেন, দীর্ঘ দিন ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তার প্রতিবাদের নাম প্রিয়া সাহা। আসলে কি? তা জানাতে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ বেশ কয়েকজন তরুন-তরুনী কথা বলেছেন ভয়েস অব আমেরিকার ক্যামেরায়। প্রিয়া সাহা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সম্পাদক। গত বুধবার ওয়াশিংটনের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা অভিযোগ করে বলেন, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান উধাও হয়ে গেছেন। তিনি এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের সাহায্য চান। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দ্বিতীয় সম্মেলনে যোগ দেন প্রিয়া সাহা। ১৬ থেকে ১৮ জুলাই এই সম্মেলনের আয়োজন করে যুক্তরাষ্ট্র।

XS
SM
MD
LG