অ্যাকসেসিবিলিটি লিংক

প্রিয়া সাহার বক্তব্যের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পর্ক নাই


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বলেছে তাদের সাময়িক বরখাস্ত হওয়া সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার সাথে সংস্থাটির কোন সম্পর্ক নাই।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বলেছে তাদের সাময়িক বরখাস্ত হওয়া সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার সাথে সংস্থাটির কোন সম্পর্ক নাই।

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এমন মন্তন্য করে বলেন প্রিয়া সাহা তাঁর বক্তব্য নিজ দায়িত্বে দিয়েছেন কারন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাতকালে তিনি সংস্থাটির প্রতিনিধিত্ব করেননি। প্রিয়া সাহা যদি স্বাধীন বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু গুম বা নিখোঁজ অর্থে বলে থাকেন তবে তাকে অসত্য বলে আখ্যায়িত করে তিনি বলেন আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।'

রানা দাশগুপ্ত অভিযোগ করেন বাংলাদেশে গত ১০ বছরে সংখ্যালঘুদের অধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো তাঁদের ওপর অত্যাচার এবং বৈষম্যমূলক আচরণ অব্যাহত আছে। তিনি বলেন দেশের সার্বিক স্বার্থে সংখ্যালঘুদের সমস্যাকে অবজ্ঞা না করে সেগুলোকে ইতিবাচক ভাবে মোকাবেলা করতে হবে।


XS
SM
MD
LG