অ্যাকসেসিবিলিটি লিংক

যৌথ ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষার সফল পরীক্ষা ইরাইল ও যুক্তরাস্ট্রের


আলাস্কায় যৌথভাবে ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষার সফল পরীক্ষা চালিয়েছে ইরাইল ও যুক্তরাস্ট্র।

আলাস্কায় যৌথভাবে ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষার সফল পরীক্ষা চালিয়েছে ইরাইল ও যুক্তরাস্ট্র।

ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানইয়াহু বলেছেন এ্যারো-থ্রী ক্ষেপনাস্ত্র বিধ্বংসী পরীক্ষার সফলতার মাধ্যমে তার দেশ এই সাহস পেলো যে ইরান বা অন্য কোন স্থান থেকে আসা ক্ষেপনাস্ত্রের বিরুদ্ধে এখন তারা সঠিক পদক্ষেপ নিতে পারবে।

নেতানইয়াহু বলেন পরীক্ষা অত্যন্ত সফল এবং আমাদের সকল শত্রুদের জানা দরকার যে আমরা আক্রমন ও হামলা উভয় ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে।

যুক্তরাষ্ট্রে ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা সংস্থা এ্যারো-থ্রি এর সফল পরীক্ষাকে এক যুগান্তকারী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান কোম্পানী বোয়িং এর সহায়তায় এ্যারো-থ্রি তৈরী করেছে ইসরাইল। সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দূর-পাল্লার ক্ষেপনাস্ত্র ধ্বংস করাই এর মূল কাজ। এ্যারো-থ্রি পারমানবিক হামলা প্রতিহত করতেও সক্ষম।

XS
SM
MD
LG