অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপে দাবদাহ এই সপ্তাহে সব রেকর্ড ভঙ্গ করেছে


ইউরোপে দাবদাহ এই সপ্তাহে সব রেকর্ড ভঙ্গ করেছে। এর ফলে গ্রীনল্যান্ডের বরফর গলে যাবার আশংকা সৃষ্টি হয়েছে।

ইউরোপে দাবদাহ এই সপ্তাহে সব রেকর্ড ভঙ্গ করেছে। এর ফলে গ্রীনল্যান্ডের বরফর গলে যাবার আশংকা সৃষ্টি হয়েছে।

Danish Meteorological Institute (DMI) ও ড্যানিশ আবহাওয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী পহেলা জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত গলে যাওয়া বরফ হতে পৃথিবীর সমুদ্রের পানিতে ১৭০ গিগাটোন পানি যুক্ত হয়েছে।

এর অর্থ বুঝতে হলে জানা প্রয়োজন যে একশো গিগাটোন পানি সমুদ্রে পানিতে যুক্ত হওয়া মানে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ০.০১ ইঞ্চি বৃদ্ধি বা ০.২৮ মিলিমিটার বৃদ্ধি।

একই সময়ে গড় পড়তায় ৬০ থেকে ৮০ গিগাটোন বরফ হবে এমনও আশা করা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে এ বছর গ্রীনল্যান্ডের বরফ গলার পরিমান সকল রেকর্ড ভঙ্গ করবে।

XS
SM
MD
LG