প্রতি মিনিটে যখন একজন করে ডেঙ্গু রোগী হাসপাতালে আসছে সেখানে রোগ সনাক্তকরণ কিটের সংকট চিকিৎসকদের নতুন ভাবনার মধ্যে ফেলেছে। এই মুহূর্তে কিটের মজুদ যেটুকু আছে তা দিয়ে চার থেকে পাঁচদিন চলবে এমনটাই বলা হচ্ছে। রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে কিট সংকটে রোগ সনাক্তকরণ বন্ধ হয়ে গেছে।
আইসিডিডিআরবিতে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। ঢাকার বাইরের বেশ কিছু হাসপাতালে ইতিমধ্যেই কিট সংকটে সেবা বন্ধ রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেলা-উপজেলা শহরের হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বর সনাক্তকরণে কিট সরবরাহ করার কথা। বৃহস্পতিবার পর্যন্ত অনেক হাসপাতালেই তা পৌঁছায়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, এ পর্যন্ত ৪২ হাজার কিট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের উপস্থিতিতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জরুরিভিত্তিতে ১ লাখ কিট চাওয়া হয়েছে। সব জেলাতেই এখন ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু বিশেষজ্ঞদের ধারণা, সেপ্টেম্বর মাসে এর প্রকোপ আরো বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় ১৭১২ জন রোগী হাসপাতালগুলোতে সেবা নিয়েছেন। যদিও কোন হাসপাতালেই ঠাঁই নেই। মেঝেতে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। অনেকে হাসপাতালে সেবা না নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন রনি রউফ। স্ত্রী ডেঙ্গু আক্রান্ত।
ওদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত থেকে একজন বিশেষজ্ঞ আনা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতা সফল হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিকের নির্ধারিত সংবাদ সম্মেলন হঠাৎ করেই বাতিল করা হয়। চলমান ডেঙ্গু পরিস্থিতির মধ্যে মন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে মালয়েশিয়া চলে যান। এই খবর চাউর হওয়ার পর মন্ত্রী সমালোচনার মধ্যে পড়েন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী