অ্যাকসেসিবিলিটি লিংক

যারা বন্দুক কিনছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার আহ্বান প্রেসিডেন্ট ট্রাম্পের


যুক্তরাষ্ট্রে দুটি রাজ্যে ১৩ ঘন্টায় দুটি বন্দুক চালনার ঘটনার ৩১জন নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যারা বন্দুক কিনছে তাদের আরও কঠোর ব্যাকগ্রাউন্ড চেক করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে দুটি রাজ্যে ১৩ ঘন্টায় দুটি বন্দুক চালনার ঘটনার ২৯জন নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যারা বন্দুক কিনছে তাদের আরও কঠোর ব্যাকগ্রাউন্ড চেক করার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প প্রায়ই বলেন সমস্যা কবলিত ব্যক্তি, যারা বন্দুকের সহিংসতার হুমকি দেয়, তাদের জন্য মানষিক চিকিৎসার আরও কার্যক্রমের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু টুইটারে তিনি, রাজনৈতিক বিরোধীরা যা দাবী করছেন যে যারা অস্ত্র কিনবে তাদের কঠোর ব্যাকগ্রাউন্ড চেকের প্রয়োজন ট্রাম্প তা এখন মেনে নিতে আগ্রহী বলেমনে হচ্ছে।

ট্রাম্প টুইটারে বলেন যারা Texasএর এল প্যাসোতে এবং ওহাইয়োর ডেটনে প্রাণ হারিয়েছে তাদের মৃত্যু যেন বৃথা না যায়। তিনি বলেন রিপাবলিকান ও ডেমোক্রাটদের এখন মিলিত হয়ে ব্যাকগ্রাউন্ড চেক এবং অভিবাসন সংস্কারের বিষয়ে আইন পাশ করা প্রয়োজন।

XS
SM
MD
LG