আফগানিস্তানে একটি বার্তা মাধ্যমের কর্মীদের মিনিবাসে মারাত্মক বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট এবং তার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ।
আফগান কর্মকর্তারা বলেছেন রবিবার কাবুলে বেসরকারি Khorshid TVএর কর্মীদের বহনকারী একটি মিনিবাসে পাতা বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে দুজন পথচারী নিহত হয় এবং টেলিভিশনের তিন জন কর্মী আহত হয়।
আফগানিস্তানে আমেরিকার রাষ্ট্রদূত জন ব্যাস টুইটে আক্রমণের নিন্দা জানান এবং যারা আক্রমণের স্বীকার হন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
আফগানিস্তানে জাতিসংঘের মিশন থেকে এক পৃথক বিবৃতিতে ওই আক্রমণের তীব্র সমালোচনা করা হয়।
ইসলামিক স্টেট তাদের এক বিবৃতিতে বলেছে Khorasan প্রদেশে তাদের শাখা ওই সহিংসতার ষড়যন্ত্র করেছে।