সোমবার মিশরের কর্তৃপক্ষ বলেছে রবিবার গভীর রাতে কায়রোতে যে গাড়ি দুর্ঘটনার পর বিস্ফোরণ ঘটে তা সন্ত্রাস সংশ্লিষ্ট ছিল। সংশ্লিষ্ট চারটি গাড়ির একটিতে বোমা ছিল। ওই ঘটনায় অন্তত ২০জন নিহত হয়, আহত হয় ৪৭জন।
মিশরের পুলিশ বলেছে নিষিদ্ধ ঘোষিত Muslim Brotherhood এর সঙ্গে সংযোগ রয়েছে এমনি একটি সশস্ত্র গ্রুপ Hasm ওই আক্রমণের পেছনে ছিল।