অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলার ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং ওহাইওতে সাম্প্রতিক গুলি চালনার ঘটনায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর কাছে এক শোক বার্তায় তিনি বলেন,

“এ রকম সহিংস, সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অ্যামেরিকাবাসীদের প্রতি, বিশেষ করে শোহাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।“

তিনি আরো বলেন, এ রকম সময়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে। যেকোন ধরনের সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলায় বাংলাদেশ সর্বাত্বক সহযোগিতা করতে প্রস্তুত।

বাংলাদেশে সরকার প্রনীত সন্ত্রাস মোকাবেলায় জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমার পরিবার ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এর সন্ত্রাসী হামলার শিকার, বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম এ হামলায় আমার বাবা জাতির পিতা শেখ মুজিবুর রহমান সহ আমার পরিবারের প্রিয়জনদের হারিয়েছি। আমি নিজেও বহুবার সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছি।

এখনই সময় ভবিৎষত প্রজন্মের জন্য সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসকে দূরিভূত করা।

XS
SM
MD
LG