জেরুজালেমে ইহুদী ও মুসলমান উভয়ের পবিত্র স্থান আল আকসায় ফিলিস্তিনি এবং ইসরাইলী পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।
রবিবার আল আকসায় মুসলমানদের প্রার্থনার সময় ঈহুদীরা এবং পুলিশ সেখানে প্রবেশ করার চেষ্টাকালে ফিলিস্তিনিরা বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। মুসলমানেরা আল আকসায় ঈদুল আযহার নামাজ আদায় করছিলেন।
একই দিন ঐ স্থানেই ইহুদী সম্প্রদায়ের দুটি প্রাচীন প্রার্থনালয় ধ্বংসের বির্ষিকী হওয়ায় তারাও ঐ স্থানে জড়ো হয় এবং দু পক্ষের সংঘর্ষ বাধে।