রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়াদীর বিশেষজ্ঞ, বিশ্লেষক, লেখক, শিক্ষাবিদ, সাবেক মন্ত্রী এবং সাবেক উচ্চপদস্থ আমলা ড. মিজানুর রহমান শেলী বেশকিছু সময় রোগভোগের পরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা গেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
ড. শেলী ব্যক্তিগত জীবনে অত্যন্ত মেধাবী, স্বজ্জন এবং সদালাপী ছিলেন। বন্ধু, বন্ধুপ্রতীম এবং আপনজনদের কাছে তিনি ছিলেন শেলী ভাই। ....ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।