অ্যাকসেসিবিলিটি লিংক

যুব সম্প্রদায়কে কাজের ব্যাপারে কৈফিয়ৎ চাইতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যুব সম্প্রদায়কে কাজের ব্যাপারে কেন্দ্রের কাছে কৈফিয়ৎ চাইতে বললেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যুব সম্প্রদায়কে কাজের ব্যাপারে কেন্দ্রের কাছে কৈফিয়ৎ চাইতে বললেন।

আজ ১২ই অগাস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যুব সমাজকে বললেন, কাজের সুযোগ নেই কেন তার কৈফিয়ৎ চাও কেন্দ্রীয় সরকারের কাছে। এক ট্যুইট বার্তায় তিনি বলেন, আমরা পশ্চিমবঙ্গে যুব দিবস পালন করি ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে। তবে আজকের দিনটা ইউনেস্কো আন্তর্জাতিক যুব দিবস হিসেবে চিহ্নিত করেছে। তোমরা দেশের ভবিষ্যৎ, দেশ গড়ার জন্য তোমাদের দরকার। তাই তোমাদের উচিত, উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তোমরা কাজের সুযোগ পাচ্ছ না কেন তার জন্য কেন্দ্রের কাছে কৈফিয়ৎ চাওয়া। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী এ রাজ্যের অগ্রগতির বিবরণ তুলে ধরেন।

এদিকে এই দিনেই পশ্চিমবঙ্গ রাজ্য সিপিআইএম একটা যুগান্তকারী যুবকেন্দ্রিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। এবারের সাধারণ নির্বাচনে জনগণের রায় তাদের বিরুদ্ধে যাওয়ায় দল বলতে গেলে ধুয়ে মুছে যাওয়ার ফলে সিপিএমের রাজ্য কমিটি তৃণমূল ও বিজেপির মোকাবিলায় দল পরিচালনার ভার অপেক্ষাকৃত তরুণদের হাতে তুলে দিতে চায়। আজ কলকাতায় সিপিএম নেতা হান্নান মোল্লা সংবাদসংস্থা পিটিআইকে এ কথা জানিয়েছেন। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

XS
SM
MD
LG