অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাপী শেয়ার বাজারের দরপতনে বৈশ্বিক মন্দার আভাষ


বিশ্বের বিভিন্ন স্থানে শেয়ার বাজারের দরপতনে অর্থনীতিবিদরা বৈশ্বিক মন্দার আভাষ দিচ্ছেন।

বিশ্বের বিভিন্ন স্থানে শেয়ার বাজারের দরপতনে অর্থনীতিবিদরা বৈশ্বিক মন্দার আভাষ দিচ্ছেন।

বৃহস্পতিবার জাপানের শেয়ারবাজারে দরপতন ঘটে। এর আগে দরপতন হয় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। চীনের শাংহাই কম্পোজিট ইন্ডেক্স এবং হংকং এর হ্যাং সেং এখনো স্থিতি অবস্থায় আছে।

বুধবার যুক্তরাষ্ট্রের ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল এ্যাভারেজ, ষ্ট্যান্ডার্ড এ্যান্ড পুরস ৫০০ এবং নাসদাক- ৩ শতাংশ দরপতন হয়।

ঐদিন ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজারের দরপতন হয়।

যুক্তরাষ্ট্র, ইউরোপ, জার্মান ও চীনের দুর্বল অর্থনৈতিক ডাটায় বৈশ্বিক মন্দার আশংকা করছেন অর্থনীতিবিদরা।

XS
SM
MD
LG