জিব্রাল্টারে আটক হওয়া ইরানী সুপারট্যাংকার গ্রেস-১ মুক্তি দেয়ার রায় দিয়েছে বৃটিশ আদালত। একদিন আগে যুক্তরাষ্ট্র সেটা না ছাড়ার বিষয়ে মামলা করে।
জিব্রাল্টার সরকার বলেছেন তারা ইরানের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছেন যে ইরান সিরিয়ায় ক্রুড অয়েল পাঠাবে না। তবে জাহাজটি কবে আবার পাল তুলবে সে বিষয়ে কিছু বলা হয়নি।
জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফাবিয়ান পিকার্ডো বলেছেন সিরিয়া ১৪০ মিলিয়ন ডলার বা ১৪কোটি টাকার ক্রুড অয়েল হারালো।