অ্যাকসেসিবিলিটি লিংক

ডেঙ্গু প্রতিরোধে সময়মতো ব্যবস্থা গ্রহণ না হাইকোর্টের অসন্তোষ


ডেঙ্গু প্রতিরোধ এবং মশক নিধনে সময়মতো ব্যবস্থা গ্রহণ না করায় বাংলাদেশ সরকার এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের হাইকোর্ট।

ডেঙ্গু প্রতিরোধ এবং মশক নিধনে সময়মতো ব্যবস্থা গ্রহণ না করায় বাংলাদেশ সরকার এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের হাইকোর্ট।

সোমবার হাইকোর্ট এ সংক্রান্ত সুয়োমোটো রুলের উপরে শুনানীতে তার পর্যবেক্ষণে বলেছে, সময়মতো কার্যকরী মশার ওষুধ না কেনার দায় সরকারের পাশাপাশি সিটি কর্পোরেশনও এড়াতে পারে না। হাইকোর্ট ডেঙ্গু প্রতিরোধে ও মশক নিধনে সময়মতো ওষুধ না কেনার ব্যর্থতার দায় কার সে বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা যায় কিনা সে ব্যাপারে আগামী বুধবার আদেশ প্রদান করবে বলেও জানিয়েছে।

হাইকোর্টে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হচ্ছে। এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার একটি শিশু মারা গেছে। ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG