ইন্টারনেট এবং টেলিযোগাযোগ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গারা যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে এবং রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশেও যেন নেটওয়ার্ক সুবিধা না থাকে তা নিশ্চিত করার জন্যে বাংলাদেশের সকল মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতি নির্দেশ জারি করেছে।
বাংলাদেশের সকল মোবাইল ফোন কোম্পানিকে একটি অভিন্ন চিঠিতে ওই নির্দেশনা দেওয়া হয় বলে বিটিআরসি কর্মকর্তারা সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করলেও বিস্তারিত কিছুই জানাননি। বিটিআরসির পক্ষ থেকে ওই নির্দেশনার অগ্রগতি ৭ দিনের মধ্যে জানানোর জন্য মোবাইল ফোন কোম্পানীগুলোকে বলা হয়েছে। বিটিআরসি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় নেটওয়ার্ক সীমিত করার জন্য কোম্পানীগুলোকে আদেশ দিয়েছে। বিটিআরসি কর্মকর্তারা জানিয়েছেন, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনার প্ররিপ্রেক্ষিতেই বিটিআরসি ওই সিদ্ধান্ত নিয়েছে।
অতি সম্প্রতি রোহিঙ্গাদের সমাবেশ এবং রোহিঙ্গাদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছিলেন। ঢাকা থেকে আমীর খসরু