অ্যাকসেসিবিলিটি লিংক

তালেবানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক বাতিলের সিদ্ধান্ত সঠিক -পম্পেও


এদিকে ঐ সন্ত্রাসী গোষ্ঠির অব্যাহত হামলার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক বাতিলের সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

এদিকে ঐ সন্ত্রাসী গোষ্ঠির অব্যাহত হামলার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক বাতিলের সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সিএনএন এ দেয়া বক্তব্যে পম্পেও বলেন, “তাদেরকে পুরস্কৃত করবার আগে, তালিবান নেতাদের সঙ্গে বসার আগে, যুদ্ধ প্রবন ঐ দেশটিতে তারা যে প্রতিজ্ঞা রক্ষা করতে পারে সেই প্রমান দেখতে চাই আমরা”।

এর আগে যুক্তরাষ্ট্র ও তালেবান নেতাদের সঙ্গে প্রায় এক বছরব্যাপী বিভিন্ন সময়ের শান্তি বৈঠকে বেশ অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্বদানকারী প্রধান আলোচক জালমে খালিলজাদ বলেছেন তারা একটি খসড়া চুক্তি করেছেন যাতে বলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যদি অনুমোদন করেন তবে সেখানকার ৫টি সেনা ঘাঁটি থেকে ৫ হাজার আমেরিকান সৈন্য ১৩৫ দিনের মধ্যে ত্যাগ করবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক বাতিলের নিন্দা করেছে আফগান তালেবান। এক বিবৃতিতে তালেবান কর্তৃপক্ষ বলেছে দোহা শান্তে আলোচনার অগ্রগতি হিসাবে দুই পক্ষের সম্মতিতে ২৩শে সেপ্টেম্বর থেকে যে পরবর্তী পদক্ষেপ শুরুর কথা ছিল তাতে ছেদ পড়লো।

XS
SM
MD
LG