অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং এর মুক্তির জন্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সহায়তা কামনা


হংকং এর মুক্তির জন্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সহায়তা কামনা করেছেন হংকং এর গনতন্ত্রকামী মানুষেরা।

হংকং এর মুক্তির জন্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সহায়তা কামনা করেছেন হংকং এর গনতন্ত্রকামী মানুষেরা।

রবিবার হংকং এর যুক্তরাষ্ট্র কন্সুলেটের সামনে জড়ো হয়ে হাজার হাজার মানুষ হংকং এর সংকট সমাধানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিবাদকারীরা অনেকেই আমেরিকান পতাকা হাতে নিয়ে মিছিল করে যুক্তরাষ্ট্র কন্সুলেটের সামনে যান।

গত জুনমাসে এক্সট্রাডিশন বিল বা বিচারার্থে চীনের কাছে প্রত্যার্পন বিল বাতিলের দাবীতে হংকংবাসীরা প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন সময়ের বিক্ষোভে পুলিশী অভিযান হয়। অনেককে গ্রেফতার করা হয়। পরে তাদের দাবীর সঙ্গে যোগ হয় পুলিশী অভিযানের বিচার ও গ্রেফতারকৃতদের মুক্তি। এছাড়া তারা দাবী করেন তাদের নিজেদের নেতা নির্বাচনের ক্ষমতা দেয়ার।

গত সপ্তাহে হংকং এর নেতা ক্যারি ল্যাম ঘোষণা দেন এক্সট্রাডিশন বিল প্রত্যাহারের। প্রতিবাদকারীরা বলছেন অনেক দেরী হয়েছে গেছে।

XS
SM
MD
LG