অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের জামিয়ত উলেমা-এ-হিন্দ বলেছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ


ভারতে মুসলমানদের বৃহত্তম সংগঠন জামিয়ত উলেমা-এ-হিন্দ বলেছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতের সাথে থাকাই কাশ্মীরিদের জন্য মঙ্গলজনক।

ভারতে মুসলমানদের বৃহত্তম সংগঠন জামিয়ত উলেমা-এ-হিন্দ বলেছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতের সাথে থাকাই কাশ্মীরিদের জন্য মঙ্গলজনক।

কাশ্মীরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জামিয়ত উলেমা-এ-হিন্দের সাধারণ পরিষদ আজ রাজধানী দিল্লিতে বৈঠকে বসেছিল। তাতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, কাশ্মীরিদের আশা আকাঙ্ক্ষা, তাঁদের আত্মসম্মান ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা ভেবেই জামিয়ত মনে করে, ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেদের সার্বিক উন্নয়নের জন্য তার সঙ্গে পুরোপুরি মিশে যাওয়াই কাশ্মীরিদের পক্ষে মঙ্গলজনক হবে।

জামিয়ত উলেমা-এ-হিন্দের মতে, বিচ্ছিন্নতাবাদ শুধু ভারতের জন্যই নয়, কাশ্মীরের জনগণের জন্যও ক্ষতিকর। বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে মদত দিয়ে পাকিস্তান কাশ্মীরকে ধ্বংস করতে চায়। বৃহস্পতিবার জামিয়ত উলেমা-এ-হিন্দের সাধারণ সম্পাদক মৌলানা মাহমুদ মাদানি সাংবাদিকদের জানান, আমরা আজ একটি প্রস্তাব গ্রহণ করেছি। তাতে বলা হয়েছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারত আমাদের দেশ, আমরা তার নিরাপত্তা ও সংহতি বিপন্ন হতে দেব না।

মৌলানা মাদানি বললেন, কাশ্মীর ভারতের ছিল, আছে, থাকবে। ভারতের মুসলমানদের বৃহত্তম সংগঠনের এই বিবৃতি নরেন্দ্র মোদী সরকারের আত্মপ্রত্যয় অনেকটাই বাড়িয়ে দেবে সন্দেহ নেই। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

XS
SM
MD
LG