অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট প্রক্রিয়া নিয়ে সংশয়


ইউক্রেনিয়ান প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফোনালাপকে ঘিরে বিতর্ক অব্যহত রয়েছে। বিষয়টিকে ঘিরে জটলিতা ঘনিভূত হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতি, নির্বাচন ও প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট প্রক্রিয়া নিয়েও।

ইউক্রেনিয়ান প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফোনালাপকে ঘিরে বিতর্ক অব্যহত রয়েছে। বিষয়টিকে ঘিরে জটলিতা ঘনিভূত হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতি, নির্বাচন ও প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট প্রক্রিয়া নিয়েও।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত দ্রুত করার পরিকল্পনা করছেন ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফ এ কথা জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে ইম্পিচমেন্টের তদন্তে নিয়োজিত আইন প্রণেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন। তিনি অ্যাডাম স্কিফকে গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেছেন।

ইম্পিচমেন্ট আলোচনা কোথায় গিয়ে শেষ হবে, এর প্রভাব আগামী বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে কতোটা পড়বে; এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন ইলিনয় ষ্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ এবং টেক্সাস এ এ্যান্ড এম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মেহনাজ মোমেন।

please wait

No media source currently available

0:00 0:36:39 0:00


XS
SM
MD
LG