অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে বিক্ষোভ ও সংশ্লিষ্ট সংঘাত-সংঘর্ষে শতাধিক মানুষ নিহত


ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালীহ বিক্ষোভ ও সংশ্লিষ্ট সংঘাত-সংঘর্ষে শতাধিক মানুষ নিহত এবং ৬ হাজার লোক জখম হবার এক সপ্তাহ পর সরকার বিরোধী প্রতিবাদী ও সংবাদ মাধ্যমের ওপর পরিচালিত হামলার ব্যাপারে ধিক্কার ব্যক্ত ক’রেছেন।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালীহ বিক্ষোভ ও সংশ্লিষ্ট সংঘাত-সংঘর্ষে শতাধিক মানুষ নিহত এবং ৬ হাজার লোক জখম হবার এক সপ্তাহ পর সরকার বিরোধী প্রতিবাদী ও সংবাদ মাধ্যমের ওপর পরিচালিত হামলার ব্যাপারে ধিক্কার ব্যক্ত ক’রেছেন।

ঐ সংঘাত-সংঘর্ষে লিপ্তদেরকে তিনি তস্কর এবং দুষমন ব’লে আখ্যায়িত ক’রেছেন এবং সোমবারের টেলিভিসনে প্রচারিত ঐ ভাষনে এহেন বাড়াবাড়ি বন্ধের আহ্বান জানিয়েছেন। সালিহ বলেন – অনেক হয়েছে, ইরাকে এই ধংসযজ্ঞ-রক্তক্ষরণ,লড়াই আর সন্ত্রাসী তৎপরতা – আর নয়। বাগদাদের সাদর সিটি মহল্লায় সোমবারের ঐ প্রতিবাদী মোকাবেলা অভিযানে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের কথা স্বীকার ক’রেছে সামরিক বাহিনী।

XS
SM
MD
LG