অ্যাকসেসিবিলিটি লিংক

লিথিয়াম-আয়োন ব্যাটারী উদ্ভাবনে নোবেল পেলেন তিন বিজ্ঞানী


তিন বিজ্ঞানী এবার লিথিয়াম-আয়োন ব্যাটারী উদ্ভাবনে তাঁদের গবেষনা-কাজের স্বীকৃতিতে যৌথভাবে নোবেল পুরস্কারে ভুষিত হ’লেন। নোবেল কমিটি ন’ লক্ষ আঠারো হাজার ডলারের এই পুরস্কারের কথা ঘোষনা ক’রলেন আজ বুধবারে।

তিন বিজ্ঞানী এবার লিথিয়াম-আয়োন ব্যাটারী উদ্ভাবনে তাঁদের গবেষনা-কাজের স্বীকৃতিতে যৌথভাবে নোবেল পুরস্কারে ভুষিত হ’লেন। নোবেল কমিটি ন’ লক্ষ আঠারো হাজার ডলারের এই পুরস্কারের কথা ঘোষনা ক’রলেন আজ বুধবারে। যৌথভাবে- সমান হিসসায় এ পুরস্কার পাচ্ছেন যুক্তরাষ্ট্রের জন গুডে ন’-বৃটেনের স্ট্যানলী হুইটিংহ্যাম এবং জাপানের আকীরা ইয়ো’শিনো।

বাজারে প্রথম এই লিথিয়াম-আয়োন ব্যাটারী হাজির হয়েছিলো ১৯ শ’ ৯১ সালে এবং তার পর থেকে এ অবধি আমাদের জীবনে তা বিপ্লবাত্মক পরিবর্তন সাধন ক’রে এসেছে – বলেন ঐ নোবেল কমিটি।

XS
SM
MD
LG