অ্যাকসেসিবিলিটি লিংক

সৌরভ গাঙ্গুলি ভারতের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হয়েছেন


Sourav Ganguly
Sourav Ganguly

ক্রিকেট মাঠ থেকে অবসর নেওয়ার পরে সৌরভ গাঙ্গুলি যখন পশ্চিমবঙ্গ ক্রিকেট সমিতি, "ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল" বা সিএবির সভাপতি হন, তখনই বোঝা গিয়েছিল, একজন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলোয়াড় রাজ্য ক্রিকেট প্রশাসনের মাথায় বসলে তার কতটা সুফল পাওয়া যায়। এবার তিনি সুযোগ পাবেন ভারতের ক্রিকেটের জন্য কিছু করার। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই বিপুল ক্ষমতার অধিকারী তো বটেই, এটি ভারতের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা এবং বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থাও। স্বভাবতই এর নিয়ন্ত্রণ পেতে কাড়াকাড়ি পড়ে যায়। গতকাল মুম্বাইয়ে সারা দেশের সব রাজ্যের ক্রিকেট সমিতির বৈঠকে বোর্ডের সভাপতি হিসেবে সৌরভের নাম উঠেও পিছিয়ে পড়ে। হঠাৎই মাঝ রাতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অঙ্গুলি হেলনে সকলের সমর্থন পেয়ে যান সৌরভ। আগামী ২৩শে অক্টোবর তিনি বিসিসিআই-এর নতুন সভাপতির দায়িত্ব নেবেন। অমিত শাহের পুত্র গুজরাতের ব্যবসায়ী জয় শাহ্ বোর্ডের সচিব হবেন বলে জানা গিয়েছে। আজ সোমবার সৌরভ গাঙ্গুলি বলেন, তাঁর প্রথম কাজ হবে দেশের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটার তৈরি করা।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00


XS
SM
MD
LG