অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে


উত্তর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটি থেকে সেনা প্রত্যা্হার করা হয়েছে রবিবার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান মার্ক এস্পার বলেছেন সিরিয়া থেকে সরিয়ে নেয়া সেনাদেরকে পশ্চিম ইরাকে নিয়োগ করা হবে এবং ঐ অঞ্চলে ইসলামটি ষ্টেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উত্তর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটি থেকে সেনা প্রত্যা্হার করা হয়েছে রবিবার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান মার্ক এস্পার বলেছেন সিরিয়া থেকে সরিয়ে নেয়া সেনাদেরকে পশ্চিম ইরাকে নিয়োগ করা হবে এবং ঐ অঞ্চলে ইসলামটি ষ্টেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এস্পার বলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরামর্শমতো যুক্তরাস্ট্রের ৭০০ সেনা সদস্য ইরাকে সরিয়ে নেয়া হচ্ছে। নিকট ভবিষ্যতে তাদেরকে যুক্তরাস্ট্রে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই।

ইরাক থেকে আবার সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা অভিযানের বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। এ বিষয়ে নেটো মিত্রদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান এস্পার।

ওয়াশিংটন বাগদাদ চুক্তি অনুযায়ি ইরাকে এই মুহুর্তে ৫ হাজার সেনা সদস্য রয়েছেন। ২০১১ সালে অভিযান শেষে সেখান থেকে যুক্তরাস্ট্রের সেনাদের সরিয়ে আনা হলেও ৩ বছর পর ইসলামিক স্টেট দমনে আবার সেখানে সেনা পাঠানো হয়েছিল।

এস্পার বলেন উত্তর সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযানের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেখানে ৫ দিনের অস্ত্র বিরতিতে তুরস্ক সম্মত হওয়ার পর মনে হচ্ছে অবস্থার উন্নতি হয়েছে এবং তা বলবৎ থাকবে।

তুরস্ক বলেছে রবিবার উত্তর পূর্ব সিরিয়ার তেল আবায়াদে সিরিয়ান কুর্দিশ জঙ্গীদের হামলায় একজন তুর্কি সেনা সদস্য মারা গেছেন।

XS
SM
MD
LG