অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং এর গনতন্ত্রকামী মানুষেরা রবিবার বিক্ষোভে পুলিশের হামলা


কয়েকদিনের বিরতীর পর হংকং এর গনতন্ত্রকামী মানুষেরা রবিবার বিক্ষোভ করলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করেন।

কয়েকদিনের বিরতীর পর হংকং এর গনতন্ত্রকামী মানুষেরা রবিবার বিক্ষোভ করলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করেন।

চীন শাষিত হংকং এ এক্সট্রাডিশন বিল নামে বিচারার্থে চীনে পাঠানোর প্রস্তাবিত একটি আইনের বিরোধীতা করে কয়েক মাস আগে এই বিক্ষোভ শুরু হয়েছিল। পরে তাদের ওপর পুলিশী অভিযানসহ নানা বিষয় যুক্ত হয়ে পরে তাদের আন্দোলন হংকং এ গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রূপ নেয়।

রবিবার নাদান রোডের একটি ওয়াটার পার্কের পাশে ঐ বিক্ষোভ কর্তৃপক্ষের অনুমোদিত ছিল না বলে পুলিশী অভিযান করা হয় বলে জানায় হংকং পুলিশ।

XS
SM
MD
LG