দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক উপদেষ্টা উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে হতাশা প্রকাশ করে বলেছেন, পিয়ংইয়ং-এর সঙ্গে মধ্যস্থতা করার জন্য ওয়াশিংটন সিওল-কে যথাযথ ক্ষমতায়ন করেনি।
একত্রীকরণ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের পরামর্শক জেং সে-হাইউন, ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, উত্তর কোরিয়াকে আমেরিকার আরো ছাড় দিতে হবে যাতে তারা পরমাণু অস্ত্র ত্যাগ করে।
জেং বলেন, "এমন কাজ করবেন যেন মনে হয় গাজর দিচ্ছেন, অথচ আপনি একটা লাঠি ব্যবহার করছেন। উত্তর কোরিয়াকে প্রথমে গাজরই দিতে হবে, সেটা কাজ না করলে চাবুক ব্যবহার করুন”।
পরমাণু আলোচনায় উত্তর কোরিয়ার সঙ্গে করা সময়সীমার প্রায় শেষ পর্যায়ে জেং এই মন্তব্য করলেন। এদিকে উত্তর কোরিয়া দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার হুমকি দিয়েছে।
তা করলে উত্তর কোরিয়াকে পরমানুমুক্তকরন পয়াসের দুই বছরের কূটনীতির অবসান ঘটাতে পারে। জেঙ বলেন, 'আমেরিকাকে দক্ষিণ কোরিয়ার সরকারকে ক্ষমতায়ন করতে হবে’।