অ্যাকসেসিবিলিটি লিংক

নেটোর খরচ পুনর্বন্টন এবং যুক্তরাষ্ট্রের অবদান কাটছাঁট করার পরিকল্পনা


৩ ও ৪ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠিতব্য নেটো বৈঠকের আগে এক প্রস্তুতি বৈঠকে নেটো নেতারা বলেছেন নেটোর খরচ পুনর্বণ্টন এবং বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান কাটছাঁট করতে তারা রাজি।

৩ ও ৪ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠিতব্য নেটো বৈঠকের আগে এক প্রস্তুতি বৈঠকে নেটো নেতারা বলেছেন নেটোর খরচ পুনর্বণ্টন এবং বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান কাটছাঁট করতে তারা রাজি।

নেটোর বাজেট বছরে প্রায় ২.৫ বিলিয়ন ডলার, যার বেশির ভাগই সদর দপ্তর পরিচালনার ব্যায়, কর্মীদের বেতন, ও অন্যান্য কাজে খরচ হয় এবং তা প্রতিরক্ষা বাজেটের চেয়ে আলাদা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রায়শই অভিযোগ তোলেন, নেটো বাজেটের অসম বন্টন নিয়ে। নেটোর ২৯টি সদস্য দেশের মধ্যে মাত্র ৯টি দেশ জোটের প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রার ২% ব্যায় করেন।

নেটো মহাসচিব জেনস ষ্টোলেনবার্গ বৃহস্পতিবার প্যারিসে বলেন, নেটো বাজেটে আমেরিকার অবদান কম থাকবে এবং জার্মানি বেশি অর্থায়ন করবে। তার অর্থ হচ্ছে এখন থেকে আমেরিকা ও জার্মানি সম পরিমান অর্থ দেবে নেটোতে।

বর্তমানে নেটোর কেন্দ্রীয় বাজেটের প্রায় ২২% অর্থ বহন করে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের শুরু থেকে আমেরিকা ও জার্মানি বাজেটের ১৬% অর্থায়ন করবে।

XS
SM
MD
LG