অ্যাকসেসিবিলিটি লিংক

নিউ জিল্যান্ডের অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা ১৬


নিউ জিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। সিডনির হাসপাতালে সর্বশেষ মারা গেছেন এক অস্ট্রেলীয় নারী।

নিউ জিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। সিডনির হাসপাতালে সর্বশেষ মারা গেছেন এক অস্ট্রেলীয় নারী।

রবিবার পর্যন্ত নিখোঁজ রয়েছেন দুজন। পুলিশ কমিশনার মাইক ক্লেমেন্ট বলেন, "উদ্ধারকারী দল হতাশ”।

আগ্নেয়গিরির বিস্ফোরণের সময় দ্বীপে ব্রিটেন, চিন, জার্মানি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ২৪ জন সহ মোট ৪৭ জন ছিলেন। অগ্নুৎপাতের মুখে পড়া আরো কয়েকজন হচ্ছেন রয়্যাল ক্যারিবিয়ান পরিচালিত একটি ক্রুজ জাহাজের যাত্রী। বেচে যাওয়া ২৭ জনের শরীরের ৭১ শতাংশেরও বেশী পুড়ে গেছে।

অগ্ন্যুৎপাতের এক সপ্তাহের মাথায় সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডার্ন ক্ষতিগ্রস্থদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহবান জানান।

XS
SM
MD
LG