আজ জেনিভায় শুরু হয়েছে গ্লোবাল রেফিউজি ফোরাম। জাতিসংঘ শরনার্থী সংস্থা UNHCR এর উদ্যোগে ১৬ থেকে ১৮ ডিসেম্বর এই প্রথমবার অনুষ্ঠিত হচ।ছে এই শরনার্থী ফোরাম।
বিশ্বের গৃহচ্যুত মানুষের সহায়তার লক্ষ্যে অনুষ্ঠিত এই ফোরামে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান, রাজনীতিক, এনজিও কর্মী, সমাজকর্মী ও ব্যাসায়ী নেতারা।
UNHCR এর হিসাব আনুয়ায়ী বিশ্বে সংঘাত যুদ্ধ দারিদ্রসহ নানা কারনে ৭০ মিলিয়ন মানুষ বাস্তচ্যুত। এর মধ্যে ২৫ মিলিয়ন শরনার্থী, যদের বেশিরভাগ শরনার্থী সিরিয়া আফগানিস্তান মিয়ানমার সোমালিয়া সাউথ সুদান ও ভেনিজুয়েলার। তাদেরকে নানাভাবে সহায়তা ও পূনর্বাসের কাজ সহজ করার জন্যেই এই ফোরাম।