হং কং এর গণতন্ত্রপন্থী আন্দোলের প্রতি সমর্থন ব্যক্ত করলো দক্ষিণ কোরিয়ার ছাত্র সমাজ I তাদের ধারণা ১৯৮০ সালে দক্ষিণ কোরিয়াকে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ওই একই ধরণে সংগ্রাম করতে হয়েছিল I সাম্প্রতিক মাসগুলিতে ছাত্র সমাজ, হং কং'র আন্দোলনের প্রতি সমর্থন জানাতে সমাবেশের আয়োজন করেন I Stand for Freedom , Stand with Hong Kong এবং Stop Police Brutality প্ল্যাকার্ড বহন করে একাত্মতা ঘোষণা করেন I
হং কং এর গণতন্ত্রপন্থী আন্দোলের প্রতি সমর্থন ব্যক্ত করলো দক্ষিণ কোরিয়ার ছাত্র সমাজ I