অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন কোরিয়া ও জাপানকে নিয়ে ত্রিমুখি শীর্ষ সম্মলন


চীন আজ মঙ্গলবার দক্ষিন কোরিয়া ও জাপানকে নিয়ে ত্রিমুখি এক শীর্ষ সম্মলন করিয়েছে- উত্তর কোরিয়ার যুদ্ধংদেহী দূর্বৃত্তায়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই লক্ষ যার।

চীন আজ মঙ্গলবার দক্ষিন কোরিয়া ও জাপানকে নিয়ে ত্রিমুখি এক শীর্ষ সম্মলন করিয়েছে- উত্তর কোরিয়ার যুদ্ধংদেহী দূর্বৃত্তায়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই লক্ষ যার।

প্রধাণমন্ত্রী লী কেকুইয়েঙ্গ, দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট মূন যাই ইন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবেকে স্বাগত: জানান দক্ষিন পশ্চিমাঞ্চলী চেংদু’ শহরে অনুষ্ঠিত ঐ সম্মেলনে । এটা ঘটলো উত্তর কোরিয়ার নেতা কিম জং য়ূনের তথাকথিত বড়োদিনের উপহার ক্রীসমাস গিফটের দু’দিন আগে। কিম চাইছেন যুক্তরাষ্ট্র যেন বছরের শেষাশেষি নাগাদ নতুনতরো রেয়াদ দেয়, উত্তর কোরিয়াকে তার পারমানবিক কর্মসূচী পরিহারে সম্মত করানোর লক্ষে থমকে যাওয়া নিস্পত্তি আলোচনা নতুন ক’রে শুরু করানোর তাগিদে।

দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট মুন তাঁর উদ্বোধনী মন্তব্যে বলেন – বর্ধমান উত্তেজনা না আমাদের দেশগুলো, না উত্তর কোরিয়া, কারো জন্যেই কোনো ভাবেই লাভজনক নয়।

ত্রিপক্ষিয় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হ’লো সৌল আর টোকিওর মধ্যেকার বর্ধমান বিরোধের সময়টাতেই। দক্ষিন কোরিয়ার আদালতি রায়ে জাপানের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয় - দ্বিতিয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কারখানাগুলোয় কাজ ক’রতে বাধ্য করা হয়েছিলো কোরিয়ার যেসব লোকজনকে সেই তাদেরকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়।

XS
SM
MD
LG