ক্যাথোলীক ও এ্যাংলিকান চার্চ অন্তর্গত কর্তাব্যক্তিরা আজ বুধবার দক্ষিনাঞ্চলীয় সুদানের জনগনকে বিশেষ একটি বার্তা পাঠিয়েছেন – এই সময়টায়, যখন কিনা তামাম দুনিয়া জুড়ে বড়োদিন – ক্রিসমাস পালিত হ’চ্ছে - ঠিক এই সময়টাতেই শান্তি, সমৃদ্ধি কায়েম এবং শান্তি রফা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত হয়েছে যে বার্তায়।
যৌথভাবে লিখিত ঐ চিঠিতে পোপ ফ্রান্সিস এবং ক্যান্টারবারীর আর্চবিশপ জাস্টীন ওয়েলবী প্রার্থনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন এই ব’লে যে – দক্ষিনাঞ্চলবর্তী সূদানের রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের মধ্যে সমঝোতা ও সৌভ্রাতিত্ববোধের পথ অভিমুখে এগিয়ে চলার দায়বদ্ধতার আশাবাদ ব্যক্ত হয়েছে।
এর আগে, এমাসেই প্রেসিডেন্ট সালভা কীর এবং বিদ্রোহী নেতা রীক মাচার ফেব্রূয়ারী নাগাদ একটা অন্তর্বর্তী কালীন সরকার গড়ার প্রশ্নে একমত হন – দু’হাজার আঠারোয় আগের দু’টো তারিখের লক্ষমাত্রা পূরণে ব্যর্থ হবার পর।
পৌপ ফ্রান্সীস ইতিমধ্যে, সেইন্ট পীটার্স ব্যাসিলিকার ব্যালকনিতে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী বড়োদিনের প্রার্থনা-ভাষন প্রদান ক’রেছেন – মধ্য প্রাচ্যে, আফ্রিকায়- সংঘাত-সংঘর্ষের কারণে উদ্ভুত দু:খ যাতনা, ভোগান্তি-নিগ্রহের হাত থেকে রক্ষা পেতে ঘর ছেড়ে বেরিয়ে পড়া উন্মুখ অভিবাসী মানুষজন যে সংকটের সম্মুখিন সেই তাঁদের কথা ব’লেছেন- তাঁদের জন্যে প্রার্থনা জানিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বড়োদিনের অবকাশ যাপন ক’রছেন ফ্লোরিডায় তাঁরই নিজের অবকাশ যাপন নিবাসে। মঙ্গলবার ওখান হ’তেই তিনি বিশ্বের বিভিন্ন অবস্থানে মোতায়েন যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে বড়োদিনের শুভেচ্ছা জানান – প্রেসিডেন্ট পত্নি ফার্স্ট লেডী এ্যরোস্পেইস ডিফেন্স কমান্ডের পরিচালনায় আয়োজিত টেলিফোন-প্রশ্নোত্তর পর্বে শিশু কিশোরদের সঙ্গে কথা বলেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো যুক্তরাষ্ট্রেরও সর্বত্রই আজ বড়োদিন, ক্রিসমাস উদযাপিত হ’চ্ছে।