অ্যাকসেসিবিলিটি লিংক

ডিআরসি কঙ্গোয় ইবোলা মহামারীতে ২ হাজার ২৩১ জন মারা গেছেন


ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলা মহামারীতে ২ হাজার ২৩১ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৭৩জন।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলা মহামারীতে ২ হাজার ২৩১ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৭৩জন।

২০১৮ সালের আগস্ট মাস থেকে শুরু হওয়া ইবোলা মহামারী দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নর্থ কিভু এবং ইতুরিতে প্রবল আকার ধারণ করে।

সংঘাত প্রবন ঐ দুই অঞ্চলে নানা ধরনের শশস্ত্র সন্ত্রাসী দলের কর্মকান্ডের কারনে ইবোলা চিকিৎসায়ও সাফল্য আসছে না তেমন করে।

গত নভেম্বর থেকে নানা ধরনের সহিংসতায় ২০০ অসামরিক লোক মারা গেছেন। উগান্ডার জঙ্গী গোষ্ঠী Allied Democratic Forces (ADF) বেশিরভাগ সন্ত্রাসী হামলা ঘটিয়েছে বলে বলা হচ্ছে।

Multisectoral Committee for Epidemic Response (CMRE) নামের একটি গ্রুপ ইবোলা নিরাময়ে কাজ করছে। এর আগে, পশ্চিম আফ্রিকায় ২০১৪-২০১৬ তে যে ইবোলা মহামারী হয় তাতে ১১ হাজার ৩০০র ও বেশি মারা যান।

XS
SM
MD
LG