ঢাকার দুই সিটি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদপ্রার্থীদের নাম ঘোষণার মধ্যে দিয়ে মূলত শুরু হয়ে গেছে প্রচার প্রচারণা। নৌকা ও ধানের শীষ প্রতীকে এবার চার মেয়র প্রার্থীর মধ্যে বলা যায় দুজন নতুন, দুজন পুরোনো।
নতুন দুজনের মধ্যে ডিসিসি দক্ষিনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেন। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই প্রার্থীই আগে মেয়র পদে নির্বাচন করেছেন। তবে ভোটের মাঠে দুজনেরই প্রতিপক্ষ নতুন। আওয়ামীলীগের প্রার্থী বর্তমান মেয়র আতিকুল ইসলাম ও বিএনপির তাবিথ আউয়াল। এ অবস্থায় কেমন হবে নির্বাচন এ প্রশ্ন সকলের মনে।
এই প্রশ্নের উত্তর জানতে শুনুন আজকের আলাপনের তিন অতিথীর বক্তব্য। এরা হলেন সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তজা, মনির হায়দার এবং কলকাতার চিত্রিতা সান্যাল।
ডিসিসি নির্বাচন ছাড়াও আজকের আলোচনায় ২০১৯ সালে ঘটে যাওয়া বৈশ্বিক গুরুত্বপূর্ন কয়েকটি ঘটনা নিয়ে আলোচনা হয়।