অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে তালেবান হামলায় সরকার সমর্থক বাহিনীর ২৮ জন নিহত


আফগানিস্তানে আজ বুধবার কর্মকর্তা সূত্রে বলা হ’য়েছে- তালেবান দূর্বৃত্তেরা দেশের উত্তরাঞ্চলে রাতভরের হামলায় সরকার সমর্থক বাহিনীর কমসে কম ২৮ জনকে হত্যা ক’রেছে।

আফগানিস্তানে আজ বুধবার কর্মকর্তা সূত্রে বলা হ’য়েছে- তালেবান দূর্বৃত্তেরা দেশের উত্তরাঞ্চলে রাতভরের হামলায় সরকার সমর্থক বাহিনীর কমসে কম ২৮ জনকে হত্যা ক’রেছে।

দূর্যোগপুর্ণ আবহাওয়ার মাঝেই তালেবানরা নিত্যদিনই প্রায় আফগানিস্তানের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলবর্তী প্রদেশগুলোয় গেলো সপ্তাহে রণক্ষেত্র সম হামলা চালিয়ে এসেছে – হত্যা ক’রেছে তারা শতেক খানেক আফগান সেনা – জখম ক’রেছে আরো অনেক জনকে।

জনৈক আফগান কর্মকর্তা, পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভয়েস অফ এ্যামেরিকাকে ব’লেছেন – উত্তরের কুনদুয প্রদেশে, দাশ্তে আর্চী জেলার একটি নিরাপত্তা চৌকি দূর্বৃত্তদের হামলায় আক্রান্ত হয়।

প্রাদেশিক পরিষদের জনৈক সদস্য ফাওযাই এফতালী ভয়েস অফ এ্যামেরিকার সঙ্গে কথা বলার সময় জানান – ঐ হামলায় বেশ ক’য়েক জন নিহত হয়েছে। পার্শ্ববর্তী বালখ ও তাখাড় প্রদেশেও আরক্ষা বাহিনীর অপর পনেরো সৈনিক প্রাণ হারায় ব’লে জানিয়েছেন পুলিশের কমান্ডার এবং সরকারী মূখপাত্রেরা।

তালেবানদের প্রধাণ মূখপাত্র যাবিউল্লাহ মুজাহীদ সাংবাদিকদের কাছে পাঠানো বিবৃতিতে দাবী ক’রেছেন – তিনটি প্রদেশে রাতভরের হামলায় সর্বমোট জনা পঞ্চাশ সরকারী সেনা নিহত হ’য়েছে। অবশ্য দূর্বৃত্তদের এহেন দাবী দাওয়ায় হতাহতের এসব সংখ্যা গুলো প্রায়ই ফুলিয়ে ফাঁপিয়েই উল্লেখ করা হয়ে থাকে।

XS
SM
MD
LG