অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তীব্র নিন্দার ঝড়


বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, উনি রাজ্যের নেত্রী হয়েও বিক্ষোভকারীদের হাতে জাতীয় সম্পত্তি ধ্বংস করা ঠেকাতে পারেননি। উত্তরপ্রদেশে বিজেপি কিন্তু পেরেছে। এই রাজ্যে আমরা ক্ষমতায় এলে যারা সম্পত্তি ধ্বংস করবে তাদের রাস্তার কুকুরের মতো গুলি করে মারব। উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুলিশ এনআরসি ও সিএএ-র বিরোধিতায় সাম্প্রতিক বিক্ষোভ চলাকালে অন্তত ১৬ জনকে গুলি করে মেরেছে। দিলীপ ঘোষের এই মন্তব্যের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানায়। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত তথা কেষ্ট মণ্ডল আজ আর এক দফা বিতর্ক উস্কে দিয়ে বলেছেন, দিলীপ ঘোষকেই গুলি করে মারা উচিত। তবে আজ দিলীপ ঘোষের দলেরই একজন হেভিওয়েট নেতা, আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় দিলীপ ঘোষের তীব্র নিন্দা করে বলেছেন, উনি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও অমানবিক মন্তব্য করেছেন। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের দলীয় সভাপতি হলেও এই মন্তব্য তাঁর নিজস্ব। বিজেপি এটা সমর্থন করে না।

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তীর রিপোর্ট।


XS
SM
MD
LG