অ্যাকসেসিবিলিটি লিংক

মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে দুইজন নিহত


বাংলাদেশের দক্ষিঞ্চোলের বরিশাল জেলার মাঝের চর এলাকায় মেঘনা নদীতে রোববার গভীর রাতে ঢাকাগামী দুইটি যাত্রিবাহি লঞ্চের মধ্যে সংঘর্ষে অন্তত দুইজন যাত্রি নিহত এবং অপর ৮ জন আহত হওয়ার খাবর পাওয়া গেছে।

বাংলাদেশের দক্ষিঞ্চোলের বরিশাল জেলার মাঝের চর এলাকায় মেঘনা নদীতে রোববার গভীর রাতে ঢাকাগামী দুইটি যাত্রিবাহি লঞ্চের মধ্যে সংঘর্ষে অন্তত দুইজন যাত্রি নিহত এবং অপর ৮ জন আহত হওয়ার খাবর পাওয়া গেছে।

সোমবার নৌ পুলিশের তরফে বল হয়েছে ঘন কুয়াশার কারনে ব‌রিশাল থকে ছেঁড়ে আসা এমভি কীর্ত্তনখোলা-১০ এবং হুলারহাট থকে ছেড়ে আসা এম ভি ফারহান-৯ লঞ্চ দুইটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কীর্তনখোলা-১০ লঞ্চের মাস্টার নুরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ফারহান লঞ্চ‌টিতে কো‌নও রাডার না থাকায় কুয়াশার ম‌ধ্যে দেখতে না পেয়ে তাদের লঞ্চ‌টি‌র মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়।

খবরে বলা হয় এ ঘটনায় লঞ্চ দুইটির রুট পারমিট অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে এবং দুর্ঘটনার কারন ও দায়ী ব্যক্তিদের সনাক্ত করে ৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00



XS
SM
MD
LG